চট্টগ্রামে বাসায় ঢুকে গৃহবধূকে হত্যা
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের পাঁচলাইশ এলাকায় এক বাসায় ঢুকে গৃহবধূকে ছুরি মেরে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার বেলা ১টার দিকে পাঁচলাইশ থানার মির্জাপুর এলাকার ইকুইটি ভিলেজ ভবনের চতুর্থ তলায় এ হত্যাকাণ্ড ঘটে।
পাঁচলাইশ থানার পরিদর্শক গিয়াস উদ্দিন বলেন, নিহত শারমিন আক্তারের (২৫) স্বামী আব্দুল হাকিম বিদেশে থাকেন। দুর্বৃত্তরা বাসায় ঢুকে শারমিনকে ছুরি মেরে পালিয়ে যায়। বেলা দেড়টার দিকে প্রতিবেশীরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় এখনো কাউকে আটক করা হয়নি।