চট্টগ্রামে বাসের ধাক্কায় টেম্পু চালক নিহত
চট্টগ্রাম: নগরীর বাকলিয়া থানার রাজাখালী এলাকায় যাত্রীবাহী একটি বাসের ধাক্কায় টেম্পু উল্টে চালক নিহত হয়েছেন। রোববার সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত টেম্পু চালক সৈয়দ হোসেন(২৫) কক্সবাজার উখিয়া উপজেলার বাসিন্দা। নগরীর রাজাখালী ফায়ার স্টেশন এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন।
বাকলিয়া থানার এসআই গাজী আহমেদ রাজু জানান, পটিয়া থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাসটি টেম্পুকে ওভারটেক করতে গিয়ে ধাক্কা দেয়। এতে টেম্পু উল্টে গিয়ে চালকের মাথা, হাত ও পায়ে জখম হয়। এছাড়া আহত হন দুই যাত্রী।
আশঙ্কাজনক অবস্থায় তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় সৈয়দ হোসেনের মৃত্যু হয়। এ ঘটনায় পুলিশ বাসটি আটক করলেও চালক ও সহকারী পালিয়ে গেছে।