Connecting You with the Truth

চট্টগ্রাম নগরীতে পরকিয়ার জেরে এক ব্যক্তি খুন

রুমেন চৌধুরী, চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীতে আব্দুল বাতেন খোকন (৫৫) নামেন এক ব্যক্তির ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে স্থানীয় হালিশহর থানা পুলিশ। উক্ত হালিশহর থানার মধ্যম রামপুর বৌবাজার কেতুরা মসজিদ এলাকায় এ হত্যাকান্ডের ঘটনাটি ঘটে। নিহত বাতেন পেশায় ইলেকট্রিক মিস্ত্রি ছিলেন। তিনি তাবলিগ জামায়াতের সাথে দাওয়াতি কাজ করতেন।
পুলিশ আজ শনিবার সকালে ঐ এলাকার বাসা থেকে বাতেনের স্ত্রী জেসমিন আক্তার ও বাসার তালা খুলে তল্লাশী চালিয়ে ফ্রিজের ভেতরে লুকিয়ে থাকা প্রেমিক আলাউদ্দিনকে আটক করে। আটক আলাউদ্দিন একই থানার নয়াবাজার এলাকার জনৈক জাফরের ছেলে। অাটক জেসমিনের বাড়ি কুমিল্লা জেলার মনোহরদী উপজেলায়।
নগরীর হালিশহর থানার অফিসার ইনচার্জ প্রনব চৌধুরী এ হত্যাকান্ড বিষয়ে জানান, মূলত পরকিয়ার ঘটনার জের ধরে এ হত্যাকান্ডের ঘটনা ঘটেছে বলে আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। পুলিশ এ হত্যাকান্ডের তদন্ত করে দেখছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
স্থানীয়রা জানিয়েছেন, বাতেনের সংসারে আসার আগে জেসমিনের আগে একবার বিয়ে হয়েছিল। সে বিয়ে ভেঙ্গে যাবার পর বাতেনের সাথে আবার বিয়ে হয়। এ সংসারে দুটি বাচ্চা রয়েছে। গত শুক্রবার রাতে বাতেন বাইরে থেকে বাসায় গিয়ে স্ত্রীকে অপর এক যুবককের সাথে আপত্তিকর অবস্থায় দেখে ফেললে তারা দুজন মিলে বাতেনের লিঙ্গ চেপে ধরে তাকে হত্যা করে। ঘটনার সময় বাতেনের আর্তচিৎকারে আশে-পাশের লোকজন। পরে প্রতিবেশিরাই স্ত্রী জেসমিনকে আটক করে পুলিশে খবর দেয়।

Leave A Reply

Your email address will not be published.