চট্টগ্রাম বন্দর চ্যানেলে পানি সরবরাহকারী জাহাজ ডুবে গেছে
রুমেন চৌধুরী, চট্টগ্রাম: বন্দরনগরী চট্টগ্রাম বন্দরের ১৩ নম্বর জেটি এলাকায় এখানকার একটি পানি সরবরাহকারী জাহাজ ডুবে গেছে। রোববার ভোর ৫ টার সময় এ দুর্ঘটনাটি ঘটেছে। এটির নাম এমভি মশক। তবে ওই জাহাজের নাবিকেরা নিরাপদে রয়েছে বলে জানিয়েছে বন্দর কতৃপক্ষ।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ডেপুটি কনজারভেটর ক্যাপ্টেন নাজমুল আলম জানিয়েছেন, চট্টগ্রাম বন্দরের এমভি মশক নামের একটি জাহাজ ভোর ৫টার দিকে বন্দর চ্যানেলে ডুবে গেছে। এটি দেশি বিদেশী জাহাজে পানি সরবরাহকারী জাহাজ। তবে ওই জাহাজটির নাবিকদেরকে নিরাপদে সরিয়ে আনা হয়েছে।
তিনি অারো জানান, ওই জাহাজটি ডুবে যাওয়াতে বন্দর চ্যানেলে কোন রকম সমস্যা হচ্ছে সৃষ্টি হচ্ছে না। এটাকে উদ্ধারের তৎপরতা সকাল থেকেই নেয়া হয়েছে। তবে এটি কি কারণে ডুবে গেছে তা জানা যায়নি এবং তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান ওই বন্দর কর্মকর্তা।
বাংলাদেশেরপত্র/এডি/আর