চট্টগ্রাম মহানগরীতে হেযবুত তওহীদের উদ্যোগে প্রামাণ্যচিত্র প্রদর্শনী
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম: চট্টগ্রাম মহানগরীতে গতকাল শনিবার সন্ধা ৭ টায় হেযবুত তওহীদের উদ্যোগে জাতিকে ঐক্যবদ্ধ করার লক্ষে এক প্রামাণ্যচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। পাহাড়তলী থানাধীন ৯নং ওয়াডের সি,ডি,এ মার্কেট সংলগ্ন মুজিব সেনা ক্লাবের সামনে শত শত জনতার উপস্থিতে প্রামাণ্যচিত্র প্রদশনী অনুষ্টিত হয়। উক্ত অনুষ্টানে উপস্থিত ছিলেন হেযবুত তওহীদের চট্টগ্রাম বিভাগীয় আমীর জনাব মো: সাইফুল ইসলাম, চট্টগ্রাম জেলা আমির নজরুল ইসলাম সবুজ, পাহাড়তলী থানা আমির জনাব নাঈম উল্লাহ। সার্বিক সহযোগীতায় ছিলেন ৯নংওয়াডের যুবলীগ সিনিয়র সহ সভাপতি মো. শহিদুল ইসলাম (রাশু) সহ ক্লাবের আনান্য নেতাকর্মীবৃন্দ। অনুষ্ঠানে ধর্মবিশ্বাস এক বৃহৎ সমস্যায় সহজ সমাধান, ধর্মব্যবসা ও জাতিকে ঐক্যবদ্ধ করতে হেযবুত তওহীদের মানোনীয় এমাম হোসাইন মোহাম্মদ সেলিমের একটি ভাষন প্রদর্শন করা হয়। অনুষ্ঠান শেষে উপস্থিত জনতার সামনে থানা আমির নাইম উল্লাহ বক্তব্য প্রদান করেন। তিনি তার বক্তব্যে বলেন, বর্তমানে পরাশক্তিধর রাষ্ট্রগুলো একটা একটা মুসলিম দেশ সন্ত্রাস,জঙ্গিবাদ ইস্যুতে ধ্বংস করে দিচ্ছে। আমাদের বাংলাদেশকে নিয়েও গভীর ষড়যন্ত্র চলছে। তাই আমাদেরকে সচেতন হতে হবে, সজাগ থাকতে হবে এবং দল-মত,ধর্ম-বর্ণ নির্বশেষে ন্যায়ের পক্ষে,হকের পক্ষে,শান্তির পক্ষে ঐক্যবদ্ধ হতে হবে। এবং ঐক্যবদ্ধ হতে হবে আন্যায়-অশান্তির বিরুদ্ধে, সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে। ষোল কোটি বাংঙ্গালী ঐক্যবদ্ধ হলে কোন পরাশক্তি আমাদের কোন ক্ষতি করতে পারবেনা। আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে সমাজ,দেশ এবং মানুষের কল্যাণে কাজ করি।