চট্টগ্রাম মহানগরীর মেসার্স এপেক্স ফার্মেসিকে জরিমানা
চট্রগ্রাম ব্যুরো: চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানাধীন ডিসি রোড এলাকায় অভিযান চালিয়ে মেসার্স এপেক্স ফার্মেসিকে ৩০০০০ টাকা জরিমানা করা হয়েছে। সোমবার চট্রগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিনের নেতৃতে এ অভিযান চালানো হয় ।
নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিন জানান, অভিযানকালে সংশ্লিষ্ট ফার্মেসিতে অনেকগুলো অনিয়ম পাওয়া যায় । সেখানে তল্লাশি চালিয়ে ফিজিশিয়ান স্যাম্পল , সরকারি ঔষধ, সরকারি ঔষধ, ফুড সাপ্লিমেন্ট, ভারতীয় আমদানী নিষিদ্ধ ও মেয়াদ উত্তীর্ন ঔষধ জব্দ করা হয়েছে । এই অপরাধ পুনরায় করবে না মর্মে দোকান মালিক থেকে মুচলেকা আদায় করা হয়েছে বলে জানান তিনি ।