চট্টগ্রাম মহানগর এলাকায় আবারো অবৈধ বিলবোর্ড উচ্ছেদ অভিযান
ব্যুরো আফিস, চট্টগ্রাম:
আবারো শুরু হয়েছে চট্টগ্রাম মহানগর এলাকায় অবৈধ বিলবোর্ড উচ্ছেদ অভিযান। সিটি কর্পোরেশনের সহায়তায় জামায়াতুল ফালাহ্ মসজিদ হতে জিসির মোড় পর্যন্ত অবৈধ বিলবোর্ড উচ্ছেদ করা হয় গত পহেলা জানুয়ারি বেলা ১১টায়।
উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দেন চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার মো. আবদুল জলিল মণ্ডল, বিপিএম। অভিযানকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সংক্ষিপ্ত বক্তব্যে পুলিশ কমিশনার বলেন, আমরা জানতে পেরেছি ফুটপাতের উপর কোন বিলবোর্ড স্থাপনের কোন অনুমতি দেওয়া হয় না, তাই ফুটপাতের উপরে থাকা সবগুলি বিলবোর্ড অবৈধ তা যাচাই করার আর কোন প্রয়োজন নাই। অবৈধভাবে বিলবোর্ড স্থাপনের জন্য সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং সমস্ত অবৈধ বিলবোর্ড উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে। উক্ত অভিযানকালে অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন, অর্থ ও ট্রাফিক) একেএম শহিদুর রহমান, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. কামরুল আমিন উপস্থিত ছিলেন।