চট্টগ্রাম ১৩ নং ওয়ার্ডে পর্যাপ্ত ত্রাণ বিতরণ হয়েছে
মোঃ রাজু আহমেদ:
করোনা সংকটে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর তার ওয়ার্ডের সাধারণ দুস্থ মানুষের মাঝে সরকারী অনুদান ও নিজ অর্থায়নে এবং এলাকার কিছু মানুষের সহযোগিতায় পর্যাপ্ত ত্রাণ বিতরণ করেছেন।
এ ওয়ার্ডে এ পর্যন্ত মোঃ হোসেন হিরণের মাধ্যমে ১৯ শত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয় যার মধ্যে ছিল ডিম, তেল,আলু পিঁয়াজ ,চাউল ।সরকার থেকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাধ্যমে চাউল পেয়েছে ৪৮৮ কেজি দেওয়া হবে ৫ কেজি করে ৯৭ জনের মধ্যে,ডাল দেওয়া হয়েছে ১০০ কেজি যা ১০০ জনের মধ্যে দেওয়া হবে,নাহার এগ্রো লিঃ ম্যানেজিং ডাইরেক্টর রাকিবুর রহমান টুটুল দিয়েছেন ইউকের তৈরি ১০০ লিটার কীটনাশক যা এলাকার বিভিন্ন স্থানে ছেটানো হচ্ছে,৫০০ পিচ হ্যান্ড স্যানিটাইজার যা বিতরণ করা হয়েছে,এলাকার এক মুক্তিযোদ্ধার সন্তান মোঃ মাহমুদুর রহমান দিয়েছেন ১২ শত পরিবারকে ৩ হাজার ৭ শত কেজি চাউল , ৩ হাজার ৭ শত কেজি আলু, ৫ শত কেজি ডাল, ৫ শত কেজি পিঁয়াজ, ৯ শত লিটার সয়াবিন তৈল।হিরণ কাউন্সিলর নিজ ফ্যামিলি অর্থায়নে ১ হাজার পরিবারকে চাউল আলু ও অন্যান্য সামগ্রী বিতরণ করেন। এবং এলাকাতে নিজ অর্থায়নে মাস্ক বিতরণ করেন।এ সময় সকলকে এ সংকট থেকে রক্ষা পেতে আল্লাহর কাছে দোয়া ও পরিষ্কার পরিছন্ন ভাবে চলতে বলেন ।