চট্টগ্রাম ২৫ নং রামপুর ওয়ার্ডে ৮ হাজার পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ
রাজু আহমেদ ,চট্টগ্রাম অফিস:
যত বেশি করোনা টেস্ট ও যত বেশি লকডাউন করা যাবে তত দ্রুত করোনা সংকট থেকে মুক্তি পাবে বাংলাদেশ(শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মুহিবুল হাসান চৌধুরী নওফেল)
আজ বুধবার বিকেলে ২৫ নং রামপুর ওয়ার্ডে ৮ হাজার পরিবারের মাঝে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মুহিবুল হাসান চৌধুরী নওফেল, চট্টগ্রামে আরও দুটি করোনা টেস্টিং সেন্টার করা হয়েছে এজন্য মাননীয় প্রধান মন্ত্রীকে ধন্যবাদ জানাই শিক্ষা উপ মন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী নওফেল এবং তিনি আরও বলেন সামনে ধিরে ধিরে টার্গেটেড লকডাউন ও সাটডাউন করাও লাগবে করোনা সংকট থেকে দ্রুত মুক্তির জন্য। এ ৮ হাজার পরিবারের খাদ্য সামগ্রীর ব্যবস্থাপনায় ছিলেন সাবেক ২৫ নং রামপুর ওয়ার্ডের কাউন্সিলর আব্দুস সবুর লিটন,এ সময় যুবলীগ নেতা দেলোয়ার হোসেন খোকা সহ অন্যান্য নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।