চবি সোহরাওয়ার্দী হল থেকে ৬টি পেট্রল বোমা উদ্ধার
চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী হল থেকে ৬টি পেট্রল বোমা উদ্ধার করেছে হাটহাজারী থানা পুলিশ। গত কাল সকালে হলের ১২২ নম্বর কক্ষ থেকে পেট্রল বোমাগুলো উদ্ধার করা হয়।
হাটহাজারী থানার পরিদর্শক (তদন্ত) সালাউদ্দিন চৌধুরী জানান, সোহরাওয়ার্দী হলের ১২২ নম্বর কক্ষটি দীর্ঘদিন সিলগালা ছিল। গত কাল সকালে হলের এক কর্মচারী কক্ষটি পরিষ্কার করতে গিয়ে একটি ব্যাগে ৬টি পেট্রল বোমা দেখতে পায়। পরে পুলিশ গিয়ে পেট্রল বোমগুলো উদ্ধার করে। ১২২ নম্বর কক্ষটি এক শিবির নেতার ছিল বলে জানান পুলিশের এ কর্মকর্তা।
উল্লেখ্য ২০১৪ সালের ২৫ আগস্ট সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ ও শিবিরের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। ঘটনার দিন রাতে শিবির নিয়ন্ত্রিত সোহরাওয়ার্দী হলে পুলিশ তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ পেট্রল বোমা, ককটেল উদ্ধার করে। ঘটনার পরদিন ২৬ আগস্ট থেকে সোহরাওয়ার্দী হল বন্ধ ঘোষণা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। চারমাস বন্ধ থাকার পর গত বছরের ২৩ নভেম্বর হলটি খুললেও ১২২ নম্বর কক্ষটি সিলগালা ছিল।