Connecting You with the Truth

চরভদ্রাসনে অগ্রনী ব্যাংকের ভেতরেই চুরি হলো অর্ধ লক্ষ টাকা

doller_18289

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর চরভদ্রাসনে অগ্রনীব্যাংকের মধ্যেই মো. রহিম মোল্যা (৫০) নামের এক ব্যক্তির কাছহতেঅর্ধ লক্ষ টাকাহাতিয়েচম্পটদিল এক প্রতারক। সোমবার সকালে অগ্রনীব্যাংক চরভদ্রাসন শাখায় এ ঘটনা ঘটে।
টিলারচর নিবাসী রহিমের সাথে কথা বলে জানা যায় এক আত্বিয়কে বিদেশে যাবারজন্য দেওয়ার উদ্দেশ্যে ব্যাংক থেকে সে একলক্ষ টাকাতুলে সোফায় বসে গুনতে থাকে। এসময় তার পাশে বসে থাকা মুখে দাড়ী ও মাথায় টুপি পরিহিত এক লোক তার হাত থেকে এক লক্ষ টাকার বান্ডিলটি নিয়ে দুই ভাগ করে, এই বলে যে জালটাকা আছে কিনা দেখে দেই। সুযোগ বুঝে অর্ধেকটাকা লুকিয়ে দুটো ১০০০ টাকার নোট রহিমের হাতে দিয়ে ক্যাসিয়ারকে দেখাতে বলে জালকিনা, সেইসুযোগে সে ব্যাংক হতে পালিয়ে যায়। টাকা হারিয়ে রহিম হতবিহব্বল হয়ে পরেছে ।
খবর পেয়ে তার আত্বীয়-স্বজন ব্যাংকে আসে। ম্যানেজারের কাছে সিসিক্যামেরার ভিডিও ফুটেজ দেখতে চাইলে তিনিতা দেখাতে গরিমসি করেন বলে অভিযোগ করেন তার শ্যালক জলিল ফকির। তিনি বলেন, ব্যাংকে গ্রাহকের নিরাপত্তার যথেষ্ঠ অভাব রয়েছে। তিনি আরও অভিযোগ করে, বলেন কখনও ব্যাংকে আসলে মনে হয় এ যেন মাছ বাজার কোন শৃঙ্খলা নেই, এই প্রতারক চক্রের সাথে ব্যাংকের কেউ জড়িত না থাকলে এমনটি হতে পারেনা।
এ ব্যাপারে চরভদ্রসন অগ্রণী ব্যাংকের ম্যানেজার হারুনুররশিদের কাছে ব্যাংক কর্তৃপক্ষের কিছু করনীয় আছে কিনা জানতে চাইলে তিনি বলেন আমার কিছুই করার নেই , তবে ব্যাপরটি আমার খারাপ লেগেছে ।
নাম প্রকাশে অনিচ্ছুক অগ্রনী ব্যাংকের নীচের এক কাপড় ব্যাবসায়ী বলেন মাঝেমাঝেই এরকম প্রতারনার শিকার হয়ে দোকানের সামনে দিয়ে চোখের পানি মুছতে মুছতে যেতে দেখি অনেককেই কেউ প্রতিকার পেয়েছে শুনিনি।

Comments
Loading...