চরভদ্রাসনে মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত
হারুন-অর-রশীদ,ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার সভাকক্ষে সোমবার সকাল ১১ টায় নভেম্বর মাসের মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) পারভেজ চৌধুরীর সভাপতিত্বে উন্মুক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এ জি এম বাদল আমীন, চরভদ্রাসন থানার এস,আই স্বপন কুমার, মৎস্য কর্মকর্তা মালিক তানভীর হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা শাহানা কাকলী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শফিউদ্দীন খালাশী, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল কালাম,ইউপি চেয়ারম্যান আজাদ খান,ফরহাদ হোসেন মৃধা, আ’লীগ নেতা আনোয়ার আলী মোল্যা,মোতালেব মোল্যা,সাংবাদিক মোঃ মেজবাহ উদ্দিন,অবদুস সবুর কাজল প্রমুখ।
উক্ত সভায় পারভেজ চৌধুরী উপস্থিত সকল কর্মকর্তাদের নির্ধারিত সময়ে স্ব স্ব দপ্তরে উপস্থিত হওয়ার অনুরোধ জানান। পাশাপাশি অতিদ্রুত উপজেলা পরিষদে বায়োমেট্রিক পদ্ধতিতে হাজিরা দেওয়ার মেশিন স্থাপনের জন্য সংশ্লিষ্ট দফতরকে নির্দেশ প্রদান করেন।
এছাড়া যানযট,জাটকা সংরক্ষণ,মাদক ও বাল্যবিবাহ নিরোধে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।