Connecting You with the Truth

চরভদ্রাসনে শীতার্তদের মাঝে শাহ্জালাল ইসলামী ব্যাংকের কম্বল বিতরণ

মোঃ মনির হোসেন পিন্টু, চরভদ্রাসন প্রতিনিধিঃ

ফরিদপুরের চরভদ্রাসনে দুস্থ ও শীতার্তদের মাঝে গতকাল বুধবার বিকাল ৪ টায় শীতবস্ত্র কম্বল বিতরন করেছে শাহ্জালাল ইসলামী ব্যাংকের ৯৯ তম চরভদ্রাসন শাখা। জানা যায়, গত ২ মাস আগে ব্যাংকটি ৯৯তম শাখার শাহ্জালাল ইসলামী ব্যাংকের চরভদ্রাসনে শুভ উদ্বোধনী ঘোষনা করেন। এর পরেই এই প্রথমবারের মত উক্ত ব্যাংকের পক্ষ থেকে উপজেলার দুস্থ, অসহায় ও শীতার্ত একশত মানুষের মাঝে ১টি করে উপজেলার সদরের গার্লস্ স্কুল সড়কে অবস্থিত ব্যাংকের সামনে থেকে মোট এক’শটি শীতবস্ত্র কম্বল বিতরনের আয়োজন করা হয়। এসময় ব্যাংকটির শাখা ব্যাবস্থাপক মোঃ আনিচুর রহমানের সভাপতিত্বে, শীতবস্ত্র কম্বল বিতরন অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে আরও উপস্থিত ছিলেন, ব্যাংকের ক্যাশ ইনচার্জ মোঃ হায়দার হোসেন, মোঃ ওয়াহিদুজ্জামান, মোঃ আরিফ হোসেন এবং সদর বাজারের বিশিষ্ট কাপড় ব্যবসায়ী মোঃ আলতাফ হোসেনসহ উক্ত ব্যাংকের সকল কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমূখ।

Comments
Loading...