Connecting You with the Truth

চলচ্চিত্রে রুপালি ফ্রেমে ফিরছেন কেয়া

b-10
বিনোদন ডেস্ক:
আবারো চলচ্চিত্রে ফিরছেন চিত্রনায়িকা কেয়া। নির্মাতা সাফিউদ্দিন সাফি পরিচালিত ‘ব্ল্যাক মানি’ ছবির মাধ্যমে রুপালি ফ্রেমে সরব হচ্ছেন তিনি। এ ছবিতে তার নায়ক হিসেবে থাকবেন ‘জি হুজুর’খ্যাত সাইমন। চলতি বছরের শেষের দিকে কেয়া ছবির শুটিং শুরু করবেন। এ প্রসঙ্গে কেয়া বলেন, ‘এতদিন অনেক ছবির প্রস্তাব এসেছে। তবে মনের মতো হয়নি বলে রাজি হইনি। তবে এ ছবির কাহিনী বেশ মানসম্মত। আশা করছি ছবিটি ভালো হবে।’ নির্মাতা সাফিউদ্দিন সাফি এখন ‘বিগব্রাদার’ এবং ‘ওয়ার্নিং’ ছবি নিয়ে ব্যস্ত রয়েছেন। তাই এ ছবি দুটির কাজ শেষ করেই নভেম্বর-ডিসেম্বর ‘ব্ল্যাক মানি’ ছবির কাজ শুরু করবেন তিনি। এ ছবিটির জন্য গান লিখবেন কবির বকুল। ছবিটির চিত্রগ্রহণে থাকবেন তপন আহমেদ। কেয়া ছাড়াও ছবিতে লাক্স চ্যানেল আই সুপারস্টার মৌসুমী হামিদ অভিনয় করবেন। উল্লেখ্য, নজরকাড়া গ্ল্যামার নিয়ে মাত্র ১৪ বছর বয়সে মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘কঠিন বাস্তব’ ছবির মাধ্যমে চলচ্চিত্র ক্যারিয়ার শুরু করেছিলেন কেয়া। এরপর প্রায় এক ডজন চলচ্চিত্রে অভিনয় করে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন চিত্রনায়িকা হিসেবে। বিজ্ঞাপনচিত্রে দারুণ সাড়া জাগিয়েছিলেন তিনি।

Comments
Loading...