Connecting You with the Truth

চসিক মেয়রের হাতে ১,০০০ ডাস্টবিন হস্তান্তর করলো ঢাকা ব্যাংক

এম আর মিলন( ব্যুরো প্রধান চট্টগ্রাম) :

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনের হাতে ১,০০০ ডাস্টবিন হস্তান্তর করেছে ঢাকা ব্যাংক পিএলসি, আন্দরকিল্লা শাখা। বৃহস্পতিবার মেয়রের দপ্তরে এই ডাস্টবিন হস্তান্তর কার্যক্রম অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা ব্যাংকের আন্দরকিল্লা শাখার ম্যানেজার ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হাসান মাহামুদ, সিডিএ অ্যাভিনিউ শাখার ম্যানেজার ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ সিরাজুল ইসলাম এবং আন্দরকিল্লা শাখার ম্যানেজার (অপারেশন) ও ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট মো. ওয়ালিউল্লা।

এ ছাড়া চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা হুমায়ুন কবির ও আন্দরকিল্লা শাখার অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

Comments