Connecting You with the Truth

চাঁদ দেখা যায়নি, বৃহস্পতিবার ঈদুল ফিতর

Eid_bg_526347212অনলাইন ডেস্ক: শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় বাংলাদেশের মুসলমানরা ঈদুল ফিতর উদযাপন করবেন বৃহস্পতিবার।
মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে কমিটির সভাপতি ধর্মমন্ত্রী মতিউর রহমান সাংবাদিকদের জানান, দেশের সাতটি বিভাগীয় এবং ৬৪টি জেলা কার্যালয় থেকে চাঁদ দেখার চেষ্টা করা হয়েছে। আবহাওয়া দপ্তর থেকেও পর্যবেক্ষণ চালানো হয়েছে। কিন্তু কোথাও চাঁদ দেখার খবর মেলেনি। তাই বৃহস্পতিবার বাংলাদেশে ঈদুল ফিতর উদযাপনের সিদ্ধান্ত হয়েছে। তিনি দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান। বায়তুল মোকাররম মসজিদে ইসলামিক ফাউন্ডেশন কার্যালয়ের সভাকক্ষে চাঁদ দেখা কমিটির বৈঠকে সভাপতিত্ব করেন ধর্মমন্ত্রী।
বৈঠকে ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় ও জেলা কার্যালয়, আবহাওয়া অধিদপ্তর, মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) থেকে পাওয়া তথ্য পর্যালোচনা করা হয়। ধর্ম মন্ত্রণালয়ের সচিব আবদুল জলিল এবং ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজালও বৈঠকে উপস্থিত ছিলেন।
শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় এ বছর বাংলাদেশে ৩০ রোজা পালন করতে হবে। শাওয়াল মাস গণনা শুরু হবে বৃহস্পতিবার থেকে এবং ওইদিনই হবে রোজার ঈদ। সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোও এবার ৩০ দিন রোজা করে বুধবার ঈদুল ফিতর উদযাপন করতে যাচ্ছে।

Comments
Loading...