চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় কনস্টেবল নিহত
চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় গোলাম আজম (৫৫) নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। আহত হয়েছেন এসআই সফিকুল ইসলাম। শনিবার রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত গোলাম আজম পাবনা জেলার ফরিদপুর উপজেলার দেড়খাইদিয়া গ্রামের করিম বক্স মন্ডলের ছেলে। তিনি ভোলাহাট থানায় কনস্টেবল পদে কর্মরত ছিলেন।
ভোলাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহসিন আলী বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, রাতে ভোলাহাট থানার এসআই সফিকুল ইসলামের সঙ্গে কনস্টেবল গোলাম আজম মোটরসাইকেলে এক আসামি ধরতে যাচ্ছিলেন। এমন সময় ভোলাহাট উপজেলার ফলিমারী নামক স্থানে একটি ট্রলি মোটরসাইকেলকে ধাক্কা দিলে কনস্টেবল গোলাম আজম ঘটনাস্থলেই মারা যান।
এবং এসআই সফিকুল ইসলামের পা ভেঙে যায়। তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো করা হয়েছে। এদিকে ট্রলিসহ চালক ও হেলপারকে আটক করেছে পুলিশ।