Connecting You with the Truth

চাপাতির কোপে শরীর মালিশ!(ভিডিওসহ)

চাপাতি এবং কসাই শব্দটা একে অপরের পরিপূরক। কারণ এই চাপাতির সাহায্যেই কসাই আপন সুখে মাংস টুকরো টুকরো করে। কিন্তু কেউ যদি ঠান্ডা মাথায় সেই চাপাতি কোন ব্যক্তির ওপর প্রয়োগ করে এবং সে ব্যক্তি যদি এজন্য টাকা দেয় তবে কেমন হবে?

অবাক করা বিষয় হচ্ছে, তাইওয়ানের হেইতিনছু এলাকায় হর-হামেশাই এরকম অদ্ভুত কাণ্ড ঘটে। সেখানে কসাইয়ের চাপাতি দিয়ে শরীর মালিশ করা হয় এবং স্থানীয়ভাবে এটা বেশ জনপ্রিয়। এক এক জনের মালিশ দীর্ঘস্থায়ী হয় প্রায় ৩০ মিনিট পর্যন্ত! না জানি ধারালো চাপাতির মালিশের অনুভূতি কেমন, তবে অবশ্যই ভাল হবে তা না হলে নিশ্চয়ই এরকম পার্লার খুলে বসত না আর তা জনপ্রিয়ও হত না।

বাংলাদেশের পত্র/এডি/পি

Comments
Loading...