চির বিদায় নিলেন আশুলিয়ার জনপ্রিয় ইউপি চেয়ারম্যান ও প্রবীণ রাজনীতিবিদ ফারুক হোসেন
খাইরুল সিকদার, আশুলিয়া: আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের জনপ্রিয় সাবেক চেয়ারম্যান ও আ. লীগের প্রবীণ রাজনীতিবিদ ফারুক হোসেন সোমবার বিকেলে বুকে ব্যাথাজনিত কারনে মারা যান। বিকেলে হঠাৎ বুকে ব্যাথা অনুভব করলে শেখ ফজিলাতুন নেছা বিশ্ব-বিদ্যালয় হাসপাতালে নেয়া হয় তাকে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানায় তিনি আর নেই। তার মৃত্যুর সংবাদে পুরো ধামসোনা ইউনিয়নে শোকের ছাঁয়া নেমে আসে। তিনি দীর্ঘ ২৭ বছর একটানা ধামসোনা ইউনিয়ন পরিষদের একজন সফল ও অত্যান্ত জনপ্রিয় চেয়ারম্যান ছিলেন। পাশাপাশি তিনি বাংলাদেশ আ. লীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন এবং বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের স্নেহভাজন ব্যাক্তি ছিলেন যার ফলে তার বাড়িতে বঙ্গবন্ধুর পদধুলিও পরেছে। তিনি বর্তমানে বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ছিলেন।
এই সুন্দর মনের মানুষটি রাজনীতি জীবনের শুরু থেকে মৃত্যু পর্যন্ত দল-মত নির্বিষেশে আশুলিয়া বাসির শ্রদ্ধার পাত্র ছিলেন। তার মৃত্যুর খবর পেয়ে আশুলিয়ার সর্বস্থরের জনগন ছুটে আসেন তার বাড়িতে। প্রিয় মানুষটিকে শেষ বারের মতো একবার দেখার জন্য। সোমবার রাত ১১টায় ধামসোনা ইউনিয়নের কুন্ডা গ্রামের কবরস্থানের পাশের মাঠে তার জানাযা অনুষ্ঠিত হয়। পরে কুন্ডা কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয় । মৃত্যুকালিন তার বয়স ছিল ৭৫ বছর।