Connecting You with the Truth

চিলমারী সাংবাদিক কল্যাণ পরিষদের কমিটি গঠিত

চিলমারী প্রতিনিধি, কুড়িগ্রাম:
প্রাচীন বন্দর নগরী চিলমারী মাটি ও মানুষের কথা বিশ্বমিডিয়ায় তুলে ধরতে একঝাক চৌকস সাংবাদিক কর্মী নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাদের চেষ্টায় গঠিত হয় চিলমারী সাংবাদিক কল্যাণ পরিষদ। এরই ধারাবাহিকতায় পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।
এ উপলক্ষে গত কাল সকালে চিলমারী সাংবাদিক কল্যাণ পরিষদের অস্থায়ী কার্যালয়ে সংগঠনের আহ্বায়ক দৈনিক সকালের কাগজ চিলমারী প্রতিনিধি মো. রুহুল আমিন সরকারের সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় কর্মরত সাংবাদিকদের পেশাগত দক্ষতা, সাংবাদিকতার মান উন্নয়ন, আন্তঃসম্পর্ক উন্নয়নে আলোচনা হয়। পরে সকলের মতামতের ভিত্তিতে রুহুল আমিনকে সভাপতি, হাবিবুর রহমানকে সাধারণ সম্পাদক করে চিলমারী সাংবাদিক কল্যাণ পরিষদের ১৭ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়

Comments
Loading...