Connecting You with the Truth

চীনের পক্ষে গুপ্তচর বৃত্তির অভিযোগে দ. কোরিয়ার নৌ কর্মকর্তা গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক : চীনের কাছে সামরিক বাহিনীর গোপন তথ্য ফাঁসের অভিযোগে দক্ষিণ কোরিয়ার নৌবাহিনীর এক কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছে। শনিবার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র একথা জানান।

প্রতিরক্ষা নিরাপত্তা কমান্ডের দায়িত্বে থাকা এক লে. কমান্ডারের বিরুদ্ধে অভিযোগ, তিনি ২০০৯ থেকে ২০১২ সাল পর্যন্ত চীনে অধ্যায়নের সময় দেশটির এক সন্দেহভাজন এজেন্টের কাছে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর গোপন তথ্য হস্তান্তর করেন।

অর্থের বিনিময়ে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর কাছে সামরিক বাহিনীর গোপন তথ্য ফাঁস করে দেয়ায় তাকে অভিযুক্ত করা হয়। দক্ষিণ কোরিয় কর্তৃপক্ষের ধারণা চীনের ওই শিক্ষার্থী গুপ্তচর ছিল।

গত মাসে অস্ত্র ডিলারদের কাছে সামরিক বাহিনীর গোপন তথ্য ফাঁস করে দেয়ার দায়ে প্রতিরক্ষা নিরাপত্তা কমান্ডের দুই কর্মকর্তাকে ছয় বছর চার মাসের কারাদন্ড দেয়া হয়।

Comments
Loading...