চীনে কয়লা খনি দুর্ঘটনায় ১২ জন নিহত
আন্তর্জাতি ডেস্ক: চীনের একটি কয়লা খনিতে দুর্ঘটনায় ১২ জন নিহত হয়েছে। দেশটির বিপজ্জনক এই শিল্পে এটা সর্বশেষ দুর্ঘটনার খবর। সোমবার দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া জানায়, চীনের উত্তর-পূর্বাঞ্চলীয় প্রদেশ বাইশানের একটি কয়লাখনি রোববার কয়লা গ্যাসে তলিয়ে গেলে বেশ কয়েকজন খনি শ্রমিক মারা যায়। একজন শ্রমিককে উদ্ধার করা সম্ভব হয়েছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।
চীনে শিল্পের জন্য যে নিরাপত্তা মান বেঁধে দেয়া হয়েছে প্রায়ই তা লংঘিত হচ্ছে। দেশটির শিল্পাঞ্চলগুলো থেকে মাঝে মাঝেই মারাত্মক দুর্ঘটনার খবর পাওয়া যায়।
চীনে বিশ্বের সবচেয়ে বড় কয়লা উৎপাদনকারী দেশ। ২০১৪ সালে কয়লা খনিতে ভয়াবহ এক দুর্ঘটনায় ৯শ’ ৩১ জন প্রাণ হারিয়েছে।