চুকনগরে ছাত্রলীগের উদ্যোগে মিছিল ও প্রতিবাদ সমাবেশ ও ওয়ার্কার্স পার্টির বর্ধিত সভা অনুষ্ঠিত
জিয়ায়ুর রহমান, চুকনগর, খুলনা প্রতিনিধি: চুকনগরে ছাত্রলীগের উদ্যোগে মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় মিছিল শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শেষে এক প্রতিবাদ সমাবেশ চুকনগর আইল্যান্ড চত্বরে চুকনগর আঞ্চলিক ছাত্রলীগ সভাপতি বিশ্বজিত মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। বুধবার ছাত্রদল নেতা আমিনুর রহমান ডুমুরিয়া উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক স.ম. কবিরুল ইসলাম সহ আওয়ামীলীগকে গালমন্দ করে। এরই প্রতিবাদে বুধবার সন্ধ্যায় ছাত্রলীগের এক মিছিল বের হয়। এই মিছিলকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে বাক বিতর্ক হয়। এ ঘটনা ভিন্ন খাতে নিতে আমিনুরের ভাই রুহুল আমিন লোকসমাজ পত্রিকায় ছাত্রলীগ নেতার বিরুদ্ধে একটি মিথ্যা, ভিত্তিহীন তথ্যভিত্তিক সংবাদ গতকাল বৃহস্পতিবার প্রকাশ করে। তারই প্রতিবাদে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক কেএম মফিজের পরিচালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন আওয়ামীলীগ নেতা সরদার অহিদুল ইসলাম, স্বপন দেব, যুবলীগ নেতা সরদার শরিফুল ইসলাম, প্রভাষক গোবিন্দ ঘোষ, আবু সাঈদ, ছাত্রলীগ নেতা জাকির হোসেন মিল্টন, মাহাবুব আলম সোহাগ, তরিকুল ইসলাম বাবু, নাজমুল হুদা মিন্টু, ইব্রাহীম হোসেন, ইউনুচ হোসেন, নাজমুল ইসলাম, মুন্না হোসেন, ইয়াছিন, মিলন, আলমগীর হোসেন, মোসলেম উদ্দিন, আবু দাউদ প্রমুখ।
তাছাড়া এদিকে গতকাল বৃহস্পতিবার চাকুন্দিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে আঃ সাত্তার গাজীর সভাপতিত্বে ওয়ার্কার্স পার্টির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডুমুরিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক শেখ সেলিম আক্তার স্বপন। সভায় বক্তব্য রাখেন আবু বক্কর গাজী, শেখ শহিদুল ইসলাম খোকন, হাফিজুর রহমান মোড়ল, আঃ হান্নান গাজী প্রমুখ। আসন্ন ইউপি নির্বাচনে ওয়ার্ড পর্যায়ে দলীয় সদস্যদের নির্বাচিত করার লক্ষ্যে এ সভা অনুষ্ঠিত হয়।
জে-থার্টিন/বিপি