চুনারুঘাটে কালিশিরী প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী
এম এস জিলানী আখনজী, চুনরিুঘাট: শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ। শিখবে শিশু হেসে খেলে, শাস্তিমুক্ত পরিবেশ পেলে এ শ্লোগান নিয়ে চুনারুঘাটে কালিশিরী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা গতকাল (১৩’ই ফেব্রæয়ারী) রোজ মঙ্গলবার বিকেলে পুরস্কার বিতরন অনুষ্ঠান স¤পন্ন হয়। এ উপলক্ষে সারাদিনই ছিল বিদ্যালয় প্রাঙ্গন সাজ সাজ রব। ৩ দিন ব্যাপি ক্রীড়া অনুষ্ঠানের ৬৪টি ইভেন্টের মধ্যে অন্যতম আকর্ষন ছিল মোরগ ধরা, যাদু প্রদর্শনসহ পার্শবর্তী বিদ্যালয়ের সাথে ও প্রাক্তন শিক্ষার্থীদের বিভিন্ন আইটেমের খেলাধুলা। এসব অনন্দময় খেলায়, ফলে যেন মানুষের মধ্যে এক মহা মিলন মেলায় পরিনত হয়। এস.এম.সির সভাপতির সমাপনী বক্তব্যর মধ্য দিয়ে খেলার পরিসমাপ্ত ঘটে। স্কুলের সহকারী শিক্ষক সুমন কান্তি দেবরায়ের পরিচালনায় অনুষ্ঠানেরে শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত ও গিতা পাঠের মধ্যে দিয়ে উপজেলা নির্বাহী অফিসার কাইজার মোহাম্মদ ফারাবীর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মতিউর রহমান। এতে প্রধান অথিতি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা গাজীপুর সিটির আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্টেট মাহবুবা বিলকিস। বিশেষ অতিথি উপজেলা শিক্ষা অফিসার হাসান মোহাম্মদ জোনায়েদ, আহম্মদাবাদ ইউপি চেয়ারম্যান আলহাজ্জ আবেদ হাসনাত চৌধুরী সনজু, এস.এম.সির সভাপতি মোঃ মুজিবুর রহমান, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলাম, গোয়াছপুর সঃ প্রাঃ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফখরুল ইসলাম, আহম্মদাবাদ ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ওয়াহিদুল ইসলাম প্রমূখ। এ সময় এলাকার সর্বস্থরের ঘন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষ পর্বে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করেন প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দগন।