Connecting You with the Truth

চেরির উৎপত্তিস্থল নিয়ে বিতর্কে চীন, জাপান, কোরিয়া

jsharmin_1271055892_6-cheri7রকমারি ডেস্ক:
চীন, জাপান ও দক্ষিণ কোরিয়ার মধ্যে নানা বিষয় নিয়েই প্রতিদ্বন্দ্বিতা ও কূটনৈতিক রেষারেষি আছে। কিন্তু সম্প্রতি তা এক ভিন্ন মাত্রা পেয়েছে নতুন এক বিতর্ককে কেন্দ্র করে। বিতর্কের কেন্দ্রবিন্দু, ‘চেরি ব্লসম’ গাছের আদি উৎপত্তি কোথায়? তিন দেশের প্রত্যেকেই বলছে, সুন্দর ফুলবিশিষ্ট এই গাছটির উৎপত্তিস্থল তাদের দেশই। চেরির উৎপত্তিস্থল নিয়ে বিতর্কে চীন, জাপান, কোরিয়া জাপান, চীন এবং দক্ষিণ কোরিয়া এই তিন দেশেই বসন্তকালে সাদা ও গোলাপী রঙের চেরি ফুলের সৌন্দর্য উপভোগ করাটা একটা জাতীয় প্রবণতা বলে মানা হয়। তিন দেশের জনগণই এ ফুলের জন্য পাগল। জাপানে তো এই ফুল দেশটির প্রতীকেই পরিণত হয়েছে বলা যায়। চেরির উৎপত্তিস্থল নিয়ে বিতর্কে চীন, জাপান, কোরিয়া কিন্তু সমস্যার শুরু হয় যখন কয়েকদিন আগে দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যমে দাবি করা হয় যে, চেরি গাছের সবচাইতে বিখ্যাত প্রজাতিটির উদ্ভব দক্ষিণ কোরিয়ার জেজু প্রদেশে। জাপানের এক উদ্ভিদ তত্ববিদ পাল্টা জবাবে বললেন, সম্পূর্ণ বাজে কথা, এটা যে জাপান থেকেই এসেছে তাতে কোন সন্দেহই নেই। চেরির উৎপত্তিস্থল নিয়ে বিতর্কে চীন, জাপান, কোরিয়া চেরির উৎপত্তিস্থল নিয়ে বিতর্কে চীন, জাপান, কোরিয়া চীনও বসে নেই। সেদেশের চেরি ব্লসম এসোসিয়েশন এ বিতর্কে যোগ দিয়ে বলেছে, এই গাছের আসল উৎপত্তিস্থল হচ্ছে চীনের হিমালয়সংলগ্ন অঞ্চলে।

Comments
Loading...