Connect with us

দেশজুড়ে

ছাগলনাইয়ায় এসআই প্রত্যাহার

Published

on

ফেনী প্রতিনিধি:
নিরীহ গ্রামবাসীর ওপর লাঠিচার্জের দায়ে ফেনীর ছাগলনাইয়া থানার উপ-পরিদর্শক (এসআই) হাক্কানীকে প্রত্যাহার (ক্লোজ) করেছে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। গত বুধবার সকালে তাকে ছাগলনাইয়া থানা থেকে প্রত্যাহার করে ফেনী পুলিশ লাইনে পাঠানো হয়। ফেনীর সহকারী পুলিশ সুপার সাইফুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ফেসবুকে পরিচয়ের সূত্র ধরে সম্প্রতি পরিবারের অমতে একটি মেয়ে ছাগলনাইয়া উপজেলার রাধানগর ইউনিয়নের নিচিন্তা গ্রামের এক যুবককে বিয়ে করেছেন। মেয়ের পরিবারের অভিযোগের পরিপ্রেক্ষিতে রোববার রাতে নব দম্পতিকে আটক করতে নিচিন্তা গ্রামে ওই যুবকের বাড়িতে অভিযান চালায় পুলিশ। এসআই হাক্কানী এ অভিযানে নেতৃত্ব দেন। নব দম্পতিকে আটক করে থানায় নিয়ে যাওয়ার সময় গ্রামবাসীর বাধার মুখে পড়ে পুলিশ। এতে ক্ষিপ্ত হয়ে পুলিশ তাদের অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে ও লাঠিচার্জ করে। পুলিশের নির্যাতনে অতিষ্ঠ হয়ে একপর্যায়ে গ্রামের শত শত মানুষ জড়ো হয়ে পুলিশ সদস্যদের ঘেরাও করে পাল্টা মারধর করে। এসময় পুলিশের কাছ থেকে গুলিভর্তি ম্যাগজিন ও হাতকড়াসহ আটক নব দম্পতিকে ছিনিয়ে নেয় গ্রামবাসী। পরে ম্যাগজিন ও হাতকড়া ফেরত দেওয়া হয়। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় পুলিশসহ অন্তত ১০ জন আহত হন। পরে স্কুলছাত্রসহ তিনজনকে আটক করে পুলিশ। থানায় এনে পুলিশ তাদের বেদম মারধর করে বলে অভিযোগ করেন গ্রামবাসী। রাতভর ওই গ্রামের বিভিন্ন ঘরবাড়িতে আসামি ধরার নামে ব্যাপক তল্লাশি চালায় পুলিশ। এতে পুরো গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ে। গ্রেফতার আতঙ্কে সোমবার ওই এলাকা পুরুষ শূন্য হয়ে পড়ে। এ ঘটনার জের ধরে এসআইকে প্রত্যাহার করা হয়েছে।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *