ছাড়ার ঘোষণা দিয়ে আবারও শ্যুটিংয়ে মাহি
বিনোদন ডেস্ক:
সিনেমা ছাড়ার ঘোষণা দেওয়ার পর আবার শ্যুটিংয়ে ফিরছেন জনপ্রিয় অভিনেত্রী মাহিয়া মাহি। গত সপ্তাহে ফেসবুকে দেওয়া মাহীর এক স্ট্যাটাসকে ঘিরে খবর প্রকাশ হয় মাহি অভিনয় ছাড়লেন। যুক্তরাষ্ট্রে স্থায়ী হচ্ছেন তিনি। যদিও বিষয়টি মাহী এখনো স্বীকার বা অস্বীকার করেননি। তবে গত মাসের শেষে যুক্তরাষ্ট্র যান মাহি। মাহির অভিনয় ছাড়ার ঘোষণায় একদিকে যেমন তার দর্শক-ভক্তরা হতাশ ঠিক তেমনি নির্মাতারাও পড়েন দুর্ভাবনায়। কারণ বর্তমানে ঢালিউডে নায়িকা সংকট চলছে। অপু বিশ্বাসের পর মাহিকে ছাড়া নির্ভর করার মতো আর কোনো নায়িকার দেখা পাননি নির্মাতারা। অল্প সময়ে দক্ষ অভিনয় দিয়ে দর্শক-নির্মাতার মন জয় করে নেন মাহি। ফলে মাহির অভিনয় ছাড়ার ঘোষণাটি ছিল বিনা মেঘে বজ্রপাতের মতো। আগামী ২০ ফেব্র“য়ারি থেকে থাইল্যান্ডে ‘অগ্নি-২’ ছবির শ্যুটিং এ অংশ নিবেন তিনি। ইফতেখার চৌধুরী পরিচালিত যৌথ প্রযোজনার ছবিটির প্রায় একমাস শ্যুটিং হবে থাইল্যান্ডে। এরপর ভারতে ১০-১৫দিন শ্যুটিং করে সর্বশেষ বাংলাদেশে শ্যুটিং হবে। থাইল্যান্ডে অ্যাকশন দৃশ্যের চিত্রায়নে সহায়তা করবেন বিখ্যাত ফাইট ডিরেক্টর জাইকা। এ ছবিতে মাহির বিপরীতে নায়ক হিসেবে আছেন কলকাতার ওম। ছবিতে আরও অভিনয় করছেন উপমহাদেশের বিখ্যাত অভিনেতা আশিষ বিদ্দার্থী। এই মুহূর্তে মাহির হাতে বেশ কিছু ছবির কাজ রয়েছে। যেগুলো নির্মাণাধীন। এর মধ্যে ‘অগ্নি-টু’ অন্যতম। নির্মাতা সূত্রে জানা গেছে, শিগগিরই ছবিটির শ্যুটিং আবার শুরু হবে। আর শ্যুটিংয়ে অংশ নিতে দেশে ফিরছেন মাহি। এই খবরে স্বস্তি ফিরেছে মাহি ও চিত্র নির্মাতাদের মধ্যে। সবাই আশা করছেন অভিনয় ছাড়ার খবর মিথ্যা করে দিয়ে আবারও চলচ্চিত্রে নিয়মিত হবেন মাহি।