Connecting You with the Truth

আটকের পর মুক্ত প্রাক্তন প্রধানমন্ত্রীসহ সোনিয়া-রাহুল

mon mohonবিডিপি ডেস্ক: বিজেপি সরকারের বিরুদ্ধে ‘গণতন্ত্র হত্যা’র অভিযোগ করে ‘গণতন্ত্র রক্ষা’র মিছিল। নেতৃত্বে ছিলেন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং, কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী এবং কংগ্রেস সহসভাপতি রাহুল গান্ধী।
যন্তর মন্তর থেকে সংসদ ভবন পর্যন্ত পদযাত্রায় সংসদ চত্বরে মিছিল ঢুকতেই বাধা দেয় পুলিশ, তারপর পার্লামেন্ট স্ট্রিটে তাঁদের গ্রেপ্তার করে পার্লামেন্ট স্ট্রিট থানায় নিয়ে যায় পুলিশ। অবশ্য কিছুক্ষণ পরই তাঁদের ছেড়ে দেয় পুলিশ।
তিন নেতার গ্রেপ্তারের বিরুদ্ধে পার্লামেন্ট স্ট্রিট থানার বাইরে প্রতিবাদ জানাতে শুরু করে কংগ্রেস নেতাকর্মীরা। এরপর তাদের ছেড়ে দেওয়া হয়।
কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর অভিযোগ, “ক্ষমতায় আসার আগে প্রধানমন্ত্রী সুদিন আনার প্রতিশ্রুতি দিয়েছিলেন। এখনও সুদিন আসেনি।” মোদি সরকারের প্রতি তাঁর কটাক্ষ, “আমাদের ভয় দেখাবেন না। জীবনের অনেক চড়াই-উতরাই আমরা দেখেছি।”

Comments
Loading...