ছোটপর্দায় জুটি বেঁধেছেন নাঈম-মেহজাবীন
বিনোদন ডেস্ক:
ছোটপর্দায় জুটি বেঁধেছেন নাঈম-মেহজাবীন। মেহেদী হাসান জনির রচনা ও পরিচালনায় নাটকটির নাম ‘আজ ১০ই আগস্ট’। মাছরাঙা টেলিভিশনে শুক্রবার সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে প্রচার হবে নাটকটি। এ প্রসঙ্গে পরিচালক মেহেদী হাসান জনি বলেন, ‘অসাধারণ একটি গল্প নিয়ে নাটকটি নির্মাণ করেছি। নাঈম-মেহজাবীন দু’জনেই খুব ভাল অভিনয় করে। আমি চেষ্টা করেছি তাদের একটু ভিন্নরূপে উপস্থাপন করতে। আশা করি, নাটকটি সবার ভাল লাগবে।’ নাটকের গল্পে দেখা যাবে, স্বর্ণা আবিরের গার্লফ্রেন্ড। তাকে ঘিরেই সব স্বপ্ন। কিন্তু অনেক ইন্টারভিউ দিয়েও চাকরি হচ্ছে না আবিরের। তাই তারা ঘরও বাঁধতে পারছে না। একদিন স্বর্ণা আবিরকে জানায়, বাসা থেকে বিয়ে ঠিক করেছে। ১০ আগস্ট তার বিয়ে। তাই পালিয়ে বিয়ে করার প্রস্তাব দেয়। কিন্তু আবির স্বর্ণাকে ফিরিয়ে দেয়। বলে সে বেকার ছেলে। বিয়ে করে খাওয়াবে কী, রাখবে কোথায়! স্বর্ণা চোখের জল ফেলতে ফেলতে ফিরে যায়। অবশেষে রেডিওতে আবিরের চাকরি হয়। সেদিন ছিল ১০ আগস্ট, হট সিটে আবিরের প্রথম দিন। আর ওদিকে বিয়ের সাজে স্বর্ণা। নাঈম-মেহজাবীন ছাড়া নাটকটিতে আরও অভিনয় করেছেন সিজার,আদিসহ আরো অনেকে।