Connecting You with the Truth

জঙ্গি অর্থায়ন: সিঙ্গাপুরে ৪ বাংলাদেশি দোষী সাব্যস্ত

jবিডিপি ডেস্ক: সিঙ্গাপুরে জঙ্গি অর্থায়নের দায়ে ছয় বাংলাদেশির মধ্যে চারজন অপরাধ স্বীকার করায় আদালত তাদের দোষী সাব্যস্ত করেছে। তারা চারজন হলেন- মিজানুর রহমান (৩১), রুবেল মিয়া (২৬), মো. জাবেদ কায়সার হাজি নুরুল ইসলাম সওদাগর (৩০) ও ইসমাইল হাওলাদার সোহেল (২৯)। এই চারজন মঙ্গলবার সকালে সিঙ্গাপুরের আদালতে নিজেদের অপরাধ স্বীকার করে নেন।
স্ট্রেইটস টাইমসের খবরে বলা হয়েছে, দৌলতুজ্জামান (৩৪) ও লিয়াকত আলী মামুন (২৯) নামে আরও দুই বাংলাদেশির বিরুদ্ধে একই অভিযোগ এনেছে সিঙ্গাপুরের পুলিশ। তবে তারা আদালতের কাছে জঙ্গি অর্থায়নে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন। স্ট্রেইটস টাইমস জানিয়েছে, আদালত এই দুইজনের শুনানির জন্য ৯ জুন পরবর্তী দিন রেখেছে।
গতমাসে আটক করার পর এই ছয় বাংলাদেশিকে গত শুক্রবার জঙ্গিবাদে মদদ দেয়ার অভিযোগে অভিযুক্ত করে সিঙ্গাপুরের আদালত।
রাষ্ট্রপক্ষের কৌঁসুলিরা জানান, আটক ছয় বাংলাদেশির পরিকল্পনা ছিল- দেশে ফিরে সরকারকে উৎখাত করে ইরাক ও সিরিয়ার জঙ্গি গোষ্ঠী আইএস ঘোষিত কথিত খেলাফত প্রতিষ্ঠা করা।

Comments
Loading...