Connecting You with the Truth

জঙ্গি হামলার আশঙ্কায় ভারতে ‘রেড অ‌্যালার্ট’

image-%e0%a6%b9%e0%a6%b8অনলাইন ডেস্ক: পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মিরে ঢুকে ভারতীয় সেনাদের ‘সার্জিক্যাল স্ট্রাইকের’ পর দু’দেশের সীমান্তজুড়ে চলছে ব্যাপক উত্তেজনা। পাকিস্তানের পাল্টা আঘাতের দাবির পর আজ শনিবার ভোরে দু’পক্ষের মধ্যে ফের কয়েকঘণ্টা গুলিবিনিময় হয়েছে। এখন পাকিস্তান ভিত্তিক জঙ্গিদের হামলার আশঙ্কায় ভারতে রেড অ‌্যালার্ট জারি করেছে দেশটির গোয়েন্দা সংস্থা।
আসন্ন শারদীয় দুর্গাপূজা ও উৎসবের মধ্যে জঙ্গি হামলা হতে পারে, এমন আশঙ্কায় গতকাল শুক্রবার রাতে এ সতর্কতা জারি করে স্বরাষ্ট্র দফতর। কড়া নজরদারি রাখা হচ্ছে দিল্লি, রাজস্থান, পাঞ্জাব, জম্মু-কাশ্মীর, মহারাষ্ট্র এবং গুজরাটের দিকে।
শনিবার ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, পুরো দেশজুড়ে সর্বোচ্চ সতর্কতার পাশাপাশি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স, বিমানবন্দর, রেলস্টেশন, ঐতিহাসিক সৌধ, সরকারি দপ্তর, শপিং মল এবং বিশেষ বিশেষ পর্যটন কেন্দ্রগুলোতে নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। এর পাশাপাশি পাকিস্তান সীমান্ত এলাকার গ্রামগুলো থেকে সরিয়ে দেওয়া হচ্ছে বাসিন্দাদেরও।
গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমে বলা হয়, সীমান্তে উত্তেজনায় পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই’র এর মূল লক্ষ্য এখন দিল্লি। গোয়েন্দারা আশঙ্কা করছেন, ভারতজুড়ে গা ঢাকা দিয়ে থাকা পাকিস্তানি জঙ্গিরা পূজা বা উৎসবকে কেন্দ্র করে হামলার ছক কষতে পারে।
ভারতীয় গোয়েন্দা সূত্রের ভাষ্য, ভারতে প্রতিশোধমূলক সন্ত্রাসী হামলা হতে পারে বলে তাদের কাছে বিশ্বাসযোগ্য তথ্য রয়েছে। পাকিস্তানের সামরিক গোয়েন্দা সংস্থা আইএসআই এই হামলার দিকনির্দেশনা সন্ত্রাসীদের দিয়ে থাকতে পারে।

Comments
Loading...