‘জনগণের জন্য রাজনীতি করতে হলে ক্ষমতায় আসতে কোন নাশকতার প্রয়োজন নেই’
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:
“আমরা আর বোমা চাই না, লেখাপড়া করতে চাই। পুড়িয়ে মানুষ হত্যা করা বন্ধ করা হউক। জনগণের জন্য রাজনীতি করতে হলে ক্ষমতায় আসতে কোন নাশকতার প্রয়োজন নেই।” গত শনিবার বিকাল ৫টায় সিদ্ধিরগঞ্জ মিজমিজি পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব¡ মো. মজিবুর রহমান উপরোক্ত কথাগুলো ব্যক্ত করেন।
মো. ফারুক আহম্মদের সভাপতিত্বে অনুষ্ঠানে তিনি দলমত নির্বিশেষে সন্ত্রাস ও নাশকতার বিরুদ্ধে সকলকে রুখে দাঁড়ানোর আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন থানা আওয়ামী লীগের সহ-সভাপতি ছাদেকুর রহমান, প্রচার সম্পাদক তাজিম বাবু, আঞ্চলিক শ্রমিকলীগের সভাপতি আব্দুস ছামাদ বেপারী, ওয়ার্ড কাউন্সিলর মাকসুদা মোজ্জাফর, সুলতান মোহাম্মদ গিয়াস উদ্দিন, নূরু মোহাম্মদ, দিলা মাদবর, পরিচালনায় ছিলেন সাবেক ম্যানেজিং কমিটির সভাপতি ফজলুল হক, প্রধান শিক্ষিকা মোসা. নার্গিস আক্তার প্রমুখ।
এসময় বক্তারা বাংলাদেশের স্বাধীনতার সত্যিকারের ইতিহাস এ দেশের কমলমতি শিশুদের কাছে পৌঁছে দেয়ার জন্য শিক্ষক-শিক্ষিকাদের প্রতি আহ্বান জানান।