Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

জনগণ যতদিন আওয়ামী লীগকে ক্ষমতায় রাখবে ততদিনই আ’লীগ ক্ষমতায় থাকবে- নৌ পরিবহন মন্ত্রী

ibra020202রাজৈর প্রতিনিধি মোঃ ইব্রাহিম ঃ
নৌ-পরীবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, জনগণ যতদিন আ’লীগকে ক্ষমতায় রাখবে ততদিনই আ’লীগ ক্ষমতায় থাকবে। তিনি গত শুক্রবার বিকেল ৩:০০ টায় রাজৈরে প্রতিবন্ধীদের জন্য বিনামূল্যে ভ্রম্যমান থেরাপী সার্ভিস কার্যক্রম এর উদ্বোধন ও অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ,দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ঢেউ টিন বিতরণ উপলক্ষে লাইসিয়ামে এক আলোচনা সভায় এ কথা বলেন। রাজৈর উপজেলা চেয়ারম্যান শাজাহান খানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, মাদারীপুর জেলা পরিষদের প্রশাসক মেয়াজউদ্দীন খান, রাজৈর উপজেলার আওয়ামী লীগ সভাপতি এম.এ মোতালেব মিয়া,পৌর মেয়র শামীম নেওয়াজ মুন্সী,ভাইস চেয়ারম্যান শান্তি রঞ্জন দাস,মহিলা ভাইস চেয়ারম্যান লীতা কুদ্দুস, মুক্তিযোদ্ধা কমান্ডার সেকেন্দার আলী শেখ প্রমুখ। এরপর মন্ত্রী খালিয়া রাজারাম ইনস্টিটিউশনের অডিটোরিয়াম ও টেকেরহাট নজরুল ক্লাব ভবনের ভিত্তি প্রস্তর উন্মোচন করেন। নৌ পরিবহন মন্ত্রী আরো বলেন আমরা তিন খান মিলে রাজৈর ও মাদারীপুর সার্বিক উন্নয়ন করে যাবো। আওয়ামীলীগ ক্ষমতায় আছে বলেই দেশের উন্নয়ন তরান্বিত হচ্ছে।

Leave A Reply

Your email address will not be published.