জরিমানার খড়গ কেভিনের কাঁধে
স্পোর্টস ডেস্ক:
আম্পায়ারের সিদ্ধান্তের বিপক্ষে প্রশ্ন তোলায় ফেঁসে গিয়েছেন আইরিশ অলরাউন্ডার কেভিন ও’ব্রেইন। শাস্তি হিসেবে তার ম্যাচ ফি’র ৩০ শতাংশ কেটে নিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট বোর্ড(আইসিসি)। বিশ্বকাপে আয়ারল্যান্ডের দ্বিতীয় ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে এই ঘটনা ঘটে। মূলত, ঘটনাটি ঘটে যখন আয়ারল্যান্ড ইউএই’র বিপক্ষে ৪৮ ওভারে বল করছিল। ওই সময়ে আম্পায়ার একটি বল ‘ওয়াইড’ কল করলে বেঁকে বসেন ও’ব্রেইন। এ সময় আম্পায়ারের সিদ্ধান্তের সঙ্গে একমত না হতে পারায় সরাসরি নিজের দ্বিমত পোষণ করে বিরোধিতা প্রকাশ করেন এই অলরাউন্ডার। এই ঘটনায় আইসিসির এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আইসিসির কোড অব কন্ডাক্টের ১,২ ও ৩ নং অনুচ্ছেদ অনুযায়ী, ওই আন্তর্জাতিক ম্যাচে ও’ব্রেইনের আচরণ দোষী প্রমাণিত হয়েছে।’ তবে আইসিসির শাস্তি মাথা পেতে নিয়েছেন ওই আইরিশ ক্রিকেটার। ফলে নতুন করে আর কোন শুনানির প্রয়োজন পড়ছে না। ম্যাচে অন-ফিল্ড আম্পায়ার হিসেবে কর্মরত ছিলেন মাইকেল গগ এবং নাইজেল লং। অন্যদিকে থার্ড আম্পায়ারে কুমার ধর্মসেনা এবং চতুর্থ আম্পায়ারের দায়িত্বে বিলি বাউডেন উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, ম্যাচটিতে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুই উইকেটের জন্য তুলে নেয় আয়ারল্যান্ড।