জলঢাকায় শুদ্ধ দলিল লিখন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা
জলঢাকা প্রতিনিধি, নীলফামারী:
সঠিক, শুদ্ধ ও ঝামেলামুক্ত দলিল লিখন বিষেশ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ জলঢাকা সাব-রেজিস্ট্রার অফিসে কর্মরত সকল দলিল লেখকদের নিয়ে এ কর্মশালা’র আয়োজন করেন সাবরেজিস্ট্রার মো. শাহাজাহান আলী। দিনব্যাপী কর্মশালায় দলিল লেখার বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেন সাবরেস্ট্রিার নিজেই। এর আগে অনুষ্ঠানে বক্তব্য রাখেন দলিল লেখক সমিতির সভাপতি আহম্মেদ হোসেন ভেন্ডার, সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান, সাবেক সভাপতি আমজাদ হোসেন সরকার, নজরুল সরকার প্রমুখ। সাব-রেজিস্ট্রার শাহাজাহান আলী বলেন, প্রতিনিয়তই দলিল লেখার নিয়ম পরিবর্তন হচ্ছে যা অনেক দলিল লেখকই জানেন না। তাদেরকে শুদ্ধ ভাবে এবং ভবিষ্যতে ঝামেলামূক্ত থাকতেই আজকের এ কর্মশালা।