জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁঁছেছেন প্রধানমন্ত্রী
জাতিসংঘের ৭১তম সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এয়ার কানাডার একটি ফ্লাইটে করে স্থানীয় সময় রবিবার বিকাল তিনটায় কানাডা থেকে নিউইয়র্কের লা গুয়ারদিয়া বিমানবন্দরে পৌঁছান।
যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহম্মদ জিয়াউদ্দিন ও জাতিসংঘের বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।
বিমানবন্দর থেকে মোটর শোভাযাত্রা করে প্রধানমন্ত্রীকে নিয়ে যাওয়া হয় ম্যানহাটনের হোটেল ওয়ার্ল্ডোফ এস্টোরিয়ায়। নিউ ইয়র্ক সফরে সেখানেই তিনি থাকবেন।
২১ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ অধিবেশনে সাধারণ বিতর্কে অংশ নেবেন।-বাসস।