Connecting You with the Truth

জাতীয় ক্রিকেট দলের পেসার রুবেল হোসেনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।

happy-home-300x177জাতীয় ক্রিকেট দলের পেসার রুবেল হোসেনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। চিত্র নায়িকা নাজনীন আক্তার হ্যাপির দায়ের করা মামলায় বৃহস্পতিবার বিচারিক আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন রুবেল। ঢাকা মহানগর হাকিম আনোয়ার সাদাত আবেদনের শুনানি শেষে জামিন নামঞ্জুর করে রুবেল হোসেনকে কারাগারে প্রেরণের আদেশ দেন। উল্লেখ্য গত ১৩ই ডিসেম্বর নাজনীন আক্তার হ্যাপি জাতীয় দলের এই ক্রিকেটারের বিরুদ্ধে মিরপুর থানায় একটি মামলা করেন, যাতে বিয়ের প্রলোভন দেখিয়ে তার সাথে শারীরিক সম্পর্ক গড়ে তোলার অভিযোগ আনা হয়। এরপর ১৫ই ডিসেম্বর রুবেল হাই কোর্টে হাজির হয়ে আগাম জামিন চাইলে চার সপ্তাহের জামিন মঞ্জুর করে আদালত।

Comments
Loading...