Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

জাতীয় কবিতা মঞ্চ খুলনা শাখার আলোচনা সভা ও কবিতা পাঠ

IMG_20160808_001730_947

খুলনা প্রতিনিধি: জাতীয় কবিতা মঞ্চ খুলনা শাখার উদ্দেগে রবীন্দ্রনাথ ঠাকুর ঠাকুরের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সমাবেশ ও কবিতা পাঠের আয়োজন করা হয়। রবিবার কবি লোপা রায়ের সভাপতিত্বে এম সাইফুল ইসলামের পরিচালনায় এস এম শাহানুর রহমানের সঞ্চালনায় আলোচনা সমাবেশে প্রধান অতিথি ছিলেন জাতীয় কবিতা মঞ্চের কেন্দ্রীয় সভাপতি মাহমুদুল হাসান নিজামী।
বিশেষ অতিথি ছিলেন খুলনা সাহিত্য মজলিশের পরিচালক রুহুল আমিন সিদ্দিক, বাংলাদেশ বেতার খুলনার উপস্থাপক বায়েজীদুর রহমান, নিরাপদ সড়ক চাই (নিসচা) এর খুলনা জেলা শাখার সাধারণ সম্পাদক ইকবাল হোসেন বিপ্লব, জয় বাংলা মঞ্চের কেন্দ্রীয় সভাপতি মাসুম বিল্লাহ নাপীয়, জেটিভির খুলনা ব্যুরো চিফ ডা. মাকসুদে মাওলা প্রমূখ।
সাহিত্য সমাবেশে প্রধান অতিথি তার বক্তৃতায় রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্যকর্ম তুলে ধরেন এবং কবিতা মঞ্চ খুলনা শাখাকে একটি অরাজনৈতিক মননশীল সাহিত্য সংগঠন হিসেবে গড়ে তোলার আহবান জানান।

Leave A Reply

Your email address will not be published.