Connecting You with the Truth

‘‘জাতীয় শোক দিবসে মিথ্যা জন্মদিন পালন করবেন না”

স্টাফ রিপোর্টার :  আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে কেক কেটে মিথ্যা জন্মদিন পালন না করতে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার প্রতি আহবান জানিয়েছেন।

তিনি বলেন, ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে আপনার (খালেদা) জন্মদিন না হওয়া সত্ত্বেও ভুয়া জন্মদিনের কেক কেটে থাকেন। আমরা আশা করি, এ বছর এই গর্হিত কাজ করা থেকে আপনি বিরত থাকবেন। এতো দিন যা করেছেন, তার জন্য জাতির কাছে ক্ষমা চাইবেন।

হাছান মাহমুদ আজ শুক্রবার সকালে শিল্পকলা একাডেমি মিলনায়তনে ‘মধ্যম আয়ের দেশ বাংলাদেশ ও জননেত্রী শেখ হাসিনা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট এ আলোচনা সভার আয়োজন করে।

সংগঠনের সহ-সভাপতি কেএমআর মঞ্জুর সভাপতিত্বে সভায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এ্যাডভোকেট শামসুল হক টুকু, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা প্রমুখ বক্তব্য রাখেন।

হাছান মাহমুদ বলেন, বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে, নিম্ন মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছে- এটা শেখ হাসিনার অর্জন। আমরা আশা করেছিলাম, এই অর্জনের জন্য বিএনপি জাতিকে অভিনন্দন জানানোর পাশাপাশি প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানাবে। কিন্তু রাজনৈতিক প্রতিযোগিতায় পরাজিত হওয়ায় হীনমন্যতার জায়গা থেকে প্রধানমন্ত্রীকে তারা অভিনন্দন জানায়নি।

Comments
Loading...