Connecting You with the Truth

জাবিতে মাদকসেবী দুই শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার

jbi

নিজস্ব প্রতিনিধিঃ হেরোইন সেবনের সময় হাতেনাতে আটক হওয়া দুই শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) প্রশাসন।
শুক্রবার রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, বৃহস্পতিবার রাতে প্রশাসনের জরুরি এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। ওই দুই শিক্ষার্থী হলেন, বাংলা বিভাগের ৩৯তম ব্যাচের আল বেরুনী হলের মাইনুদ্দিন জনি এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪২তম ব্যাচের শহীদ রফিক-জব্বার হলের আবাসিক শিক্ষার্থী মো. সাজ্জাদ হোসেন সায়েম।

এছাড়া জাবির ছাত্র কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক অধ্যাপক রাশেদা আখতারকে প্রধান করে ওই দুই শিক্ষার্থীর হেরোইন সেবনের ঘটনা তদন্ত করতে চার সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে দুই সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

উল্লেখ্য, বৃহস্পতিবার বিকালে বিশ্ববিদ্যালয়ের আ ফ ম কামালউদ্দিন হলের ৩৩৫ নাম্বার কক্ষ থেকে গোপন তথ্যের ভিত্তিতে হেরোইননহ ওই দুই শিক্ষার্থীকে হাতেনাতে ধরা হয়। পরে তাদের পুলিশে সোর্পদ করা হয়।

Comments
Loading...