জামালগঞ্জের সেরমস্তপুর-নজাতপুর বিদ্যুতায়ন কার্যক্রম উদ্বোধন
জামালগঞ্জ প্রতিনিধি, সুনামগঞ্জ:
সম্প্রতি সুনামগঞ্জ পল্লীবিদ্যুৎ সমিতির আওতাধীন জামালগঞ্জের সাচনা বাজার ইউনিয়নের সেরমস্তপুর-নজাতপুর এলাকায় বিদ্যুতায়ন কার্যক্রম উদ্বোধন করেন সুনামগঞ্জ-১ আসনের সাংসদ মোয়াজ্জেম হোসেন রতন এমপি। এ উপলক্ষে গত শুক্রবার বিকালে সেরমস্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ-১ আসনের সাংসদ মোয়াজ্জেম হোসেন রতন এমপি। এ সময় তিনি বলেন, ইতোমধ্যেই বর্তমান সরকার পূর্বের তুলনায় প্রায় ৯ হাজার মেগাওয়াট বিদ্যুৎ বেশি উৎপাদন করতে সক্ষম হয়েছে। বাংলার মানুষ এখন আর লোডশেডিংয়ে কষ্ট ভোগ করবে না। জামালগঞ্জে ৫ কোটি টাকা ব্যয়ে একটি বিদ্যুৎ সাবস্টেশন তৈরি করা হবে বলেও তিনি জানান।
স্থানীয় ব্যক্তিত্ব নূর ইসলাম এর সভাপতিত্বে উদ্বোধনী এ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাচনা বাজার ইউপি চেয়ারম্যান রেজাউল করিম শামীম, সুনামগঞ্জ পল্লীবিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মো. সোহেল পারভেজ, এজিএম নাজমুল হাসান, উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম শফি কামাল, বাংলাদেশ শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মো. এজাজুল হক, প্রকৌশলী (টিএসএল) ইন্দ্রজিৎ কুমার রায়, জামালগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আলী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব এম নবী হুসেন, পল্লীবিদ্যুৎ জামালগঞ্জ এলাকার পরিচালক বিনয় ভূষণ বর্মণ প্রমুখ।