জামালপুরে মাইক্রোবাস খাদে, একই পরিবারের ৩ জন নিহত
জামালপুরের বকশীগঞ্জে একটি মাইক্রোবাস খাদে পড়ে একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। শনিবার ভোর সাড়ে ৫টার দিকে কুলুরবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন বাবুল (৪০), তার স্ত্রী শিল্পী বেগম (৩৫) ও তাদের সন্তান আবদুল্লাহ। আবদুল্লাহর বয়স ১০ মাস।
বকশীগঞ্জ থানার এএসআই আলাউদ্দিন এ তথ্য নিশ্চিত করে জানান, কুড়িগ্রামের রাজীবপুর থেকে ছেড়ে আসা মাইক্রোবাসটি কুলুরবাড়ি এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে একই পরিবারের তিনজন মারা যান। লাশ তিনটি উদ্ধার করা হয়েছে। খাদে পড়ে যাওয়া মাইক্রোবাসটি উদ্ধারের চেষ্টা চলছে।
বাংলাদেশেরপত্র/ এডি/ আর