জার্মানি পৌঁছেছে দশ হাজারেরও বেশি অভিবাসী
সীমান্ত খুলে দেয়ার পর দশ হাজারেরও বেশি অভিবাসী বাসে করে হাঙ্গেরি-অস্ট্রিয়া হয়ে জার্মানির মিউনিখে পৌঁছেছে। এর আগে অস্ট্রিয়া সীমান্ত অতিক্রম করে এসব অভিবাসী জার্মানি যাওয়ার বিষয়ে দুদেশ একমত হলে তাদের জন্য একটি বিশেষ বাস সার্ভিস চালু করা হয়।
অভিবাসীবাহী বিশেষ বাসটি মিউনিখে পৌঁছানোর পরই তাদের ফুল এবং মিষ্টি দিয়ে বরণ করে নেয়া হয়। নিজেদের কাঙ্ক্ষিত দেশে পৌঁছাতে পেরে অনেকেই জানিয়েছেন সন্তুষ্টির কথা। যদিও এই যাত্রায় হাঙ্গেরির বুদাপেস্টে তাদের বাধার সম্মুখীন হতে হয়েছিল।
কয়েক হাজার অভিবাসীকে সীমান্তে আটকে দিয়েছিল দেশটির সরকার। তবে পরে অস্ট্রিয়া এবং জার্মানির সরকারের সাথে একমত হয়ে সীমান্ত খুলে দেয় দেশটি। এদিকে এই বিপুল সংখ্যক অভিবাসীর দেশে প্রবেশ সম্পর্কে জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল ইতিবাচক কথাই বলেছেন।
বাড়তি কর বা বাজেটের ঝক্কিঝামেলা ছাড়াই জার্মানি এই অভিবাসীদের আশ্রয় দিতে পারবে বলে জানিয়েছে। এ বছর এখন পর্যন্ত অন্তত সাড়ে তিন লাখ অভিবাসী ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশে আশ্রয় নিয়েছে।
বাংলাদেশেরপত্র/ এডি/ আর