Connecting You with the Truth

জিয়ানগরে নামে মাত্র ফলদ বৃক্ষ মেলা

Zianagar news 29-6 Photo 1জিয়ানগর (পিরোজপুর) প্রতিনিধি: আছে স্টল, নেই কোন দর্শনার্থী। মেলেনি কোন কর্মকর্তার দেখাও। এটি পিরোজপুর জেলার জিয়ানগর উপজেলা কৃষি স¤প্রসারণ অধিদপ্তর কর্তৃক আয়োজিত ফলদ বৃক্ষ মেলার চিত্র। তিন দিন ব্যাপী এ মেলাটি মঙ্গলবার উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান মাসুদ সাঈদী। তার পর থেকে মেলার কোন স্টলে দর্শনার্থী বা মেলা সংশ্লিষ্ট কর্মকর্তার দেখা মেলেনি। নামে মাত্র মেলা দিয়ে চলছে অর্থ আত্মসাতের পায়তারা। জানা যায়, চলতি মাসের ২৪ তারিখ তিন দিন ব্যাপী কৃষি মেলার আয়োজন করা হয়। সে অনুযায়ী সেখানে ছিল মেলার বিভিন্ন আয়োজন। ওই কৃষি মেলা শেষে ওই মেলার স্টলেই শুধু মাত্র ব্যানার পরিবর্তন করে ফলদ বৃক্ষ মেলার আয়োজন করা হয়। সেখানে নামে মাত্র ফলদ বৃক্ষ মেলা চলছে। কিন্তু মেলার কোন স্টলে নেই কোন ফলদ বৃক্ষে সমাহার। অভিভাবকহীন শূণ্য স্টল গুলো পড়ে রয়েছে। তবে কাগজ পত্রে চলছে তিন দিন ব্যাপী বৃক্ষ মেলা। যার বাস্তবে কোন কর্মকান্ড নেই বললেই চলে।
মেলা দেখতে আশা উপজেলার নলবুনিয়া গ্রামের দুলাল জানান, এখানে তো কোন মেলাই চলছে না। শুধু মাত্র শূণ্য স্টল পড়ে রয়েছে। কোথাও কোন বৃক্ষের দেখা মেলেনি। এ বিষয়ে সদ্য যোগদানকৃত উপজেলা কৃষি অফিসার মোঃ তৌহিদীন ভূইয়া জানান, আমরাতো মেলা দিয়েছি। কিন্তু দর্শনার্থী না আসলে আমাদের তো কিছু করার নাই।

Comments
Loading...