Connecting You with the Truth

জীবনকে সমৃদ্ধ করতে লেখাপড়ার কোন বিকল্প নেই-জেলা প্রশাসক, দিনাজপুর

দিনাজপুর প্রতিনিধি:
“শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত হয়ে নীতি নৈতিকতা ও মূল্যবোধ সম্পন্ন মানুষ হতে হবে। নিজের ভবিষ্যৎ নিজেই গড়ে নিতে হবে। এজন্য প্রচুর পরিশ্রম ও অধ্যবসায়ী হতে হবে শিক্ষার্থীদের।” গত কাল সকালে দিনাজপুর কলেজিয়েট গার্লস হাই স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দিনাজপুরের জেলা প্রশাসক আহমদ শামীম আল রাজি উপরোক্ত কথাগুলো ব্যক্ত করেন।
কলেজিয়েট গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. হাবিবুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. তোফাজ্জুর রহমান, দিনাজপুর চেম্বার অব কামার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. মোছাদ্দেক হুসেন, দিনাজপুর কেবিএম কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. সাইফুদ্দিন আক্তার, দিনাজপুর জিলা স্কুলের প্রধান শিক্ষক আকতারা পারভিন, দিনাজপুর মহিলা পরিষদের সভাপতি কানিজ রহমান, সাধারণ সম্পাদক ড. মারুফা বেগম প্রমুখ। অনুষ্ঠান শেষে জেলা প্রশাসক বিজয়ী শিক্ষার্থীদের হাতে উপহার তুলে দেন।

Comments
Loading...