জীবননগর ডিগ্রি কলেজে বার্ষিক ক্রীড়া অনুষ্ঠষ্ঠিত ।
জীবননগর প্রতিনিধিঃজীবননগর ডিগ্রি কলেজে ২০১৬ সালের বার্ষিক ক্রীড়া ,সংসাকৃতি প্রতিযোগিতা অনুষ্ঠানের বিজয়ীদের পুরস্কার বিতারন ও জীবননগর পৌর সভার নব-নির্বাচিত পৌর মেয়র সহ পৌর কাউন্সিলরদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে । আজ শনিবার সকাল সাড়ে ১০টার সময় জীবননগর ডিগ্রি কলেজের অধ্যাক্ষ নিজাম উদ্দিনের সভাপতিত্বে অত্র কলেজ ক্যাম্পাসে এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় । উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু মোঃ আঃ লতিফ অমল বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জীবননগর পৌর সভার নব-নির্বাচিত মেয়র জাহাঙ্গীর আলম সহ পৌর সভার নব-নির্বাচিত ১নং ওর্য়াড কাউন্সিলার আপিল আহম্মেদ,২নং ওর্য়াড কাউন্সিলার সাইদুর রহমান ,৩নং ওর্য়াড কাউন্সিলার সাংবাদিক আতিয়ার রহমান ,৪নং ওর্য়াড কাউন্সিলার ওজীবননগর উপজেলা ছাত্রলীগের সভাপতি সোয়েব আহম্মেদ অজ্ঞন,৫নং ওর্য়াড কাউন্সিলার খন্দকার আলী আজম,৬নং ওর্য়াড কাউন্সিলার আবুল কাশেম ,৭নং ওর্য়াড কাউন্সিলার ও উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক ওয়াসিম রাজা ,৮নং ওর্য়াড কাউন্সিলার হযরত আলী ,৯নং ওয়ার্ড কাউন্সিলার আফতাব হোসেন সহ সংরক্ষিত মহিলা কাউন্সিলার ,বিউটি খাতুন,পরিছন বেগমও রিজিয়া খাতুন সহ রায় পুর ইউনিয়নের চেয়ারম্যান তাহাজ্জদ মির্জা ,উপজেলা আওয়ামীলীগের সিনিয়িার সহসভাপতি বজলুর রহমান ,কৃষি সম্পাদক আনোয়ার হোসেন ,মনোহারপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আওয়ামীলীগ নেতা সোহরাব হোসেন খান ,কলেজের ম্যানেজিং কমিটির সদস্য জাকির হোসেন লিটন যুবলীগ নেতা মজিবার রহমান,ছোট বাবু,ফয়সাল ইকবাল,শাওন ,খোকন বিশ্বাস ,শামীম আযাদ পৌর ছাত্রলীগের সাধারন সম্পাদক নাজমুল আলম মানিক জীবননগর ডিগ্রি কলেজ ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান .ছাত্রলীগ নেতা সামিউল ইসলাম অভি,ইকরামুল হক, আকাশ,মুক্ত, তন্ময়,অনিক,ছাব্বির,আসাদ,শাহিন,হাসান,প্রমুখ অনুষ্ঠানের প্রথমে অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন অত্র কলেজের ছাত্র/ছাত্রীরা অনুষ্ঠানে জীবননগর ডিগ্রি কলেজের পক্ষ থেকে উপজেলা চেয়ারম্যান ,পৌর মেয়র ও পৌর কাউন্সিলরদের হাতে সংবর্ধনা সরুপ ক্রেস্ট তুলেদেন অত্র কলেজের অধ্যাক্ষ শিক্ষক মহাদয়গন । উক্ত অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রভাসক জসিম উদ্দিন জালালও আমিনুর ইসলাম তারেক ।
জে-থার্টিন/বিপি