Connecting You with the Truth

জীবননগর পৌরসভার নব-নির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের সংবর্ধনা

Jibonnogor

আব্দুল হাকিম, জীবননগর, চুয়াডাঙ্গা: জীবননগর পৌর সভার নব-নির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শনিবার শাপলাকলি আর্দশ মাধ্যমিক বিদ্যালয়ে বিকাল সাড়ে ৩টার সময় জীবননগর পৌর সভার ৭নং ওর্য়াড বাসীর পক্ষ থেকে এ সংবর্ধনা দেয়া হয়েছে । সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত নব-নির্বাচিত মেয়র জাহাঙ্গীর আলম বলেন আজ এ পৌর সভার সকলের অকৃত্রিম ভালবাসায় আজ আমি তাদেও মুল্যবান ভোট পেয়ে পৌর মেয়র হিসাবে নির্বাচিত হয়েছি । সকলের ভালবাসা দোয়া ও সহযোগিতা না পেলে আমার পক্ষে নির্বাচিত হওয়া কোন ভাবেই সম্ভব ছিল না এ জন্য আমি পৌর সভার অনান্য ওর্য়াডের মত ৭নং ওর্য়াডবাসির কাছে আমি চির কৃতজ্ঞ তারা আমাকে যে সম্মানে ভূষিত করেছেন সে রিন আমি কখনও শোধ করতে পারবো না । এ ওর্য়াডের মানুষ আমাকে সহ পৌর সভার সকল ওর্য়াডের কাউন্সিলরদের সংবর্ধনা দিয়ে ভালবাসার এক চরম নির্দশন সৃষ্ঠি করলেন । সকলের ভালবাসায় আমার জীবনে শক্তি এবং অনুপ্রেরনা আমার চলার পথে সাহস জুগিয়ে থাকে । আমি যত দিন মেয়র হিসাবে দায়িত্ব পালন করব তত দিন আপনাদের সাহায্য ভাল পরামর্শ আমাকে ভাল কাজে অনুপ্রেণিত করবে । সংবর্ধনা অনুষ্ঠানের আলোচনা সভায় সভাপতিত্ব করেন ফজলুর রহমান এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্তিত ছিলেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু মোঃ আঃ লতিফ অমল বিশেষ অতিথি হিসাবে উপস্তিত ছিলেন জীবননগর পৌর সভার নব-নির্বাচিত মেয়র আওয়ামীলীগের সাংগাঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম ,পৌর সভার নব-নির্বাচিত ৩নং ওর্য়াড কাউন্সিলর সাংবাদিক আতিয়ার রহমান ,৪নংওর্য়াড কাউন্সিলর ও জীবননগর ছাত্রলীগের সভাপতি সোয়েব আহম্মেদ অনজন ,৭নং ওর্য়াড কাউন্সিলর ও জীবননগর ছাত্রলীগের সাধারন সম্পাদক ওয়াসিম রাজা , ৬নং ওর্য়াড কাউন্সিলর আবুল কাশেম ,৫নং ওর্য়াড কাউন্সিলর খন্দকার আলী আজম ,১নং ওর্য়াড কাউন্সিলর আপিল হোসেন,২নং ওর্য়াড কাউন্সিলর সাইদুর রহমান , ৮নং ওর্য়াড কাউন্সিলর হযরত আলী ৯নং ওর্য়াড কাউন্সিলর আফতাব হোসেন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পরিছন বেগম,বিউটি খাতুন ও রিজিয়া খাতুন সহ উপস্তিত ছিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান তাহাজ্জদ মির্জা,উথুলী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আঃ হান্নান উপজেলা আওয়ামীলীগের সিনিয়ার সহ সভাপতি বজলুর রহমান,আওয়ামীলীগ নেতা সোহরাব হোসেন খান , সাংবাদিক জাহিদ বাবু,রফিক শাহ ,মারুফ মালেক , অসিম সাঈদ , এস এম মিঠুন ,বশির উদ্দিন বিশ্বাস , আঃ হাকিম , সহ যুবলীগ নেতা মজিবার রহমান ,খাইরুল বাসার শিপলু, জুয়েল ,শরিফুল ইসলাম ছোট বাবু,শামীম সরোয়ার , ফয়সাল ইকবাল ,তুষার , শাওন ,জাহিদুল ইসলাম ,সামিউল ইসলাম অভি,ইকরামুল হক জীবননগর ডিগ্রি কলেজ ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান পৌর ছাত্রলীগের সাধারন সম্পাদক নাজমুল আলম মানিক প্রমুখ উক্ত অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন যুবলীগ নেতা আ. সালাম ঈশা।

Comments
Loading...