জেলা বিএনপি সম্পাদকসহ ৩৮ জনের নামে মামলা
সদর প্রতিনিধি, নেত্রকোনা:
নেত্রকোনায় অবরোধ চলাকালে গত শুক্রবার রাতে জেলা শহরের রাজুরবাজার এলাকায় একটি ট্রাকে দুর্বৃত্তদের অগ্নিসংযোগের ঘটনায় মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।
জানা গেছে, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ডা. আনোয়ারুল হক, সাবেক সাধারণ সম্পাদক আবু তাহের তালুকদার, সদর থানা বিএনপির সভাপতি মজিবুর রহমান খানসহ ৩৮ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে গত কাল মডেল থানার এসআই আবদুল্লা আল মামুন বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম মাসুদুল আলম বলেন, আসামিদের গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।