Connecting You with the Truth

জয়পুরহাটের পাঁচবিবিতে ১০ লাখ টাকার ভারতীয় কাপড় ও পণ্য সামগ্রী উদ্ধার

জয়পুরহাট প্রতিনিধি : জয়পুরহাটের পাঁচবিবিতে অভিযান চালিয়ে উপজেলার রতনপুর উত্তরপাড়ার আনোয়ার হোসেন, আব্দুল আলীম ও আব্দুস সালামের বাড়ি থেকে বুধবার বিকেলে অবৈধ পথে আসা ১০ লাখ টাকার ভারতীয় পণ্য উদ্ধার করা হয়েছে। থানার অফিসার ইনচার্জ (চলতি দায়িত্ব) ফরিদ হোসেনের নেতৃত্বে এসআই জিল্লুর রহমান, এসআই আবু জাফরসহ সঙ্গীয় ফোর্স ওই অভিযান চালান।

উদ্ধারকৃত পণ্যের মধ্যে রয়েছে থ্রি-পিস ২২১টি, শাড়ি ৩৬৮টি, থান কাপড় ৫২০ মিটার। এসব পণ্যের মূল্য প্রায় ১০ লাখ টাকা। উদ্ধারকৃত মালামাল পাঁচবিবি থানা হেফাজতে রয়েছে। অফিসার ইনচার্জ ফরিদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

অন্যদিকে জয়পুরহাটের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাদেকুর রহমান সবুজের নেতৃত্বে বিজিবি ও পুলিশের সমন্বয়ে গঠিত টাস্কফোর্স গত মঙ্গলবার রাতে জয়পুরহাট সুন্দরবন কুরিয়ার সার্ভিসের অফিসে অভিযান চালিয়ে অবৈধ পথে আসা ভারতীয় ১৫০ কেজি পোস্তদানা, ২ হাজার ৭৫০ কেজি কিচমিচ জব্দ করে। এ সময় মিঠু নামের এক ব্যক্তিকে গ্রেফতার করে। মালামালগুলো  ঢাকার উদ্দেশ্যে কুরিয়ার সার্ভিসে আনা হয়।

এ ব্যাপারে সদর থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

Comments
Loading...