Connecting You with the Truth

জয়পুরহাটে পাগলা শিয়ালের কামড়ে ১৫ আহত

FOXছবি: প্রতিকি।

জয়পুরহাট সংবাদদাতা: জয়পুরহাট পৌরসভার ৫ নং ওয়ার্ডের তিনটি মহল্লায় শিয়ালের উপদ্রব বৃদ্ধি পেয়েছে। গত দু’দিনে শিয়ালের কামড়ে আহত হয়েছেন অন্তত ১৫ জন। আহতদের জেলা হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
জেলা আধুনিক হাসপাতালের তত্বাবধায়ক ডা. খুরশিদ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পাগলা শিয়ালের কামড়ে আহত হয়ে জেলা হাসপাতালে ভর্তি হওয়া ৭ জনকে ভ্যাকসিন দেয়া হয়েছে। জনমনে আতংকিত হবার কিছু নেই পর্যাপ্ত টিটি ভ্যাকসিন মজুদ রয়েছে বলে জানান তিনি।
শিয়ালের আক্রমনের খবর পেয়ে পৌরসভার পক্ষ থেকে কুকুর নিধনকারী দলকে পাঠানো হয়েছিল। কিন্তু কোন শিয়াল খুঁজে পাওয়া যায়নি বলে জানান পৌরসভার স্বাস্থ্য পরিদর্শক মামুনুর রশিদ। শিয়ালের কামড়ে আহত ৪/৫ জনকে জেলা হাসাপাতালে পাঠানো হয়েছে বলেও জানান তিনি। অপরদিকে শিয়ালের আক্রমনের খবর ছড়িয়ে পড়ায় জনমনে আতংক বিরাজ করছে। অনেকে হাতে লাঠি নিয়ে চলাফেরা করছেন ওই এলাকায়।
পৌরসভার ৫নং ওয়ার্ডের শেখ পাড়া, দক্ষিন দেওয়ান পাড়া, দেবীপুর, কাজীপাড়া এলাকায় পাগলা শিয়ালের আক্রমনের কথা জানান এলাকাবাসী। পাগলা শিয়ালের কামড়ে আহতদের মধ্যে আবুল কাশেম, নিজাম উদ্দিন, বাবু ও বিধানকে ভ্যাকসিন দেয়া হয়েছে বলে জানান।
শিয়ালের কামড়ে আহতরা জানান, গত দু’দিন ধরে এ আক্রমনের ঘটনায় এলাকায় ছেলে-মেয়েরা লাঠি হাতে চলাফেরা করছেন শিয়ালের আতংকে।

Comments
Loading...